থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় ও সচেতনতা শিবির

Social

দেবু সিংহ,মালদা: মালদা জেলার বামনগোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনায় এবং ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহযোগিতায় শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতা শিবির অনুষ্ঠিত ‌হয়ে গেল।

সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন মালদা মেডিক্যালের চিকিৎসক ডা: বি কে ঘোষ, ভারত স্কাউটস এন্ড গাইডস মালদা শাখার আহ্বায়ক অনীলকুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াস সম্পাদক বরুণকুমার সরকার।

১৯৩ জনের বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করা হয়।

Leave a Reply