এনআরসি, সিএএ’র প্রতিবাদে নদীয়ার ধুবুলিয়ায় শান্তিপূর্ণ অবস্থান- বিক্ষোভ

Social

নিউজ সোশ্যাল বার্তা : এনআরসি এবং সিএএ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় চলেছে আজ ২৮শে ডিসেম্বর এনআরসি ও সিএএ ‘র বিপক্ষে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। ৮৫ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে’র বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর নেতৃত্বে ধুবুলিয়া নেতাজি পার্ক এর মোড়ে চলে পথসভা ও শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ ।

পঞ্চায়েত সমিতির সভাপতি , গ্রাম পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান, সদস্য সহ, দলীয় ছাত্র-যুব , মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন । সাধারণ সচেতন নাগরিক দের নিয়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রায় ৫-৬ হাজার মানুষের সমাগম ঘটে।

উপস্থিত ছিলেন – পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় মুখার্জী, কৃষ্ণনগর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ বলেন – “ভারত বর্ষ ধর্মনিরপেক্ষ দেশ । এখানে হিন্দু, মুসলিম বৌদ্ধ,খ্রিষ্টান সবাই মিলে একসাথে বসবাস করি। আমাদের এই ভাতৃত্ববোধ কে ভাঙতে চাইছে কেন্দ্র সরকার এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে । মানুষকে রাজনৈতিকভাবে অপব্যবহার আদতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে।”

Leave a Reply