ফুলিয়ায় রক্তার্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ

Social

মলয় দে, নদীয়া:- শিক্ষাদানের গণ্ডি পেরিয়ে সামাজিক দায়বদ্ধতায় ও মানবিক চাহিদায় গঠিত হয়েছিল বর্ণপরিচয়। দীর্ঘ লকডাউনে অবসরকালীন সময়েও, কখনো পরিযায়ী শ্রমিকদের বাস থামিয়ে, খাদ্য পানীয় জল বিতরণ! কখনো বা কর্মহীন পরিবারের হাতে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, জীবাণুনাশক তুলে দিয়ে মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন গড়েছিলেন তারা। লকডাউন উঠে গিয়ে পরিবেশ স্বাভাবিক হতে শুরু করলেও, পুরনো অভ্যাস ভুলতে পারেননি তারা। তাই একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক ভাষা দিবসে আয়োজন করেছিলেন রক্তদানের। নিজেদের সদস্য ব্যতীত এই মহতী কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য আবেদন করেছিলেন সকলের কাছে।

সেই অনুযায়ী আজ ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডে শহীদ বেদীতে মাল্যদানের পর, বাংলা ভাষায় নাচে-গানে আবৃত্তির মাধ্যমে সারাদিন ব্যস্ত রেখেছিলেন ওই এলাকার কচিকাঁচা এবং সাধারন মানুষকে। তারা জানান ৫০ জন রক্তদাতার রক্তে শপথ নেওয়া, আগামীর অনুপ্রেরণা। হিন্দি ইংরেজি ভাষার প্রতি প্রয়োজন এবং আগ্রহ থাকলেও কখনোই বাংলা বাদ দিয়ে নয়! সারাবিশ্বে বাংলা ভাষা এবং বাঙালির জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।

Leave a Reply