মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ড কাশ্যপপাড়া রোড পাতালকালী এলাকায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন দেখে। এলাকা সূত্রে জানা যায় ওই বাড়ির মালিক সব্যসাচী কীর্তন পেশায় কাপড়ের ব্যবসায়ী। বেসরকারি একটি ব্যাংক থেকে লোন নিয়ে তিনি ওই বাড়ি নির্মাণ করেছিলেন যা নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারায় সম্প্রতি কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তার নিলামে ডাকতে এসে ফেরত যায় আইনি কিছু জটিলতার কারণে। তবে আজ সমস্ত জটিলতা কাটিয়ে উপযুক্ত প্রমাণ পত্র নিয়ে আদালতের রায় অনুযায়ী শান্তিপুর থানা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে সেই বাড়ি নিলাম করে বিক্রি করেন ঐ পাওনাদার ব্যাংক কর্তৃপক্ষ।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে শান্তিপুরেরই এক ব্যক্তি আইন মোতাবেক ওই বাড়িটি ৩৭ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে। যদিও তিনিও অপর একটি বেসরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। তবে পূর্বের ওই কাপড়ের ব্যবসায়ী কতদিন আগে কত ঋণ নিয়েছিলেন আজ তিনিই বা হাতে কিছু পেলেন কিনা সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ শুধুমাত্র আংশিক মতামত প্রকাশ করেছেন।