সোশ্যাল বার্তা : সরস্বতী পূজা শেষ হয়ে গেলেও রয়ে গেছে সেই রেশ। বাতাসে এখন হিমেল পরশ। আর সেই হিমেল পরশ গায়ে মেখে শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের আম্বি গ্রামের মিলন মেলা। ঐ মেলা এবছর ১১ তম বর্ষে পদার্পণ করলো। মেলা কমিটি জানায় কয়েক বছর আগে হঠাৎ আম্বি গ্রামে একটি হনুমানর মৃত্যু ঘটে যার জন্য এখানে হনুমান জীউর মন্দির গড়ে ওঠে । মন্দির প্রতহ্য নিত্য পূজার পাশাপাশি প্রতিবছর ঐ সময় বাৎসরিক পূজা হয় যাকে কেন্দ্র করে ঐ মেলা। গতকাল ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন স্বামী জয়ানন্দ মহারাজ।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক ডঃ চন্দন কুমার মন্ডল, আম্বির পঞ্চায়েত সদস্য সবিতা ভৌমিক, কবি বীরকুমার শী সহ প্রমুখ। ২০ থেকে ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে চলবে এই মেলা। মেলার এবছের বাজেট রয়েছে প্রায় ৫ লক্ষ টাকার অধিক। মেলার পাঁচ দিন থাকছে রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরিক্ষা, নরনায়ন সেবা, দুস্থ ছাত্রছাত্রীদের পাঠসামগ্রী বিতরণ, রামায়ন গান । শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় পাশ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও প্রচুর মানুষের সমাগম ঘটে মেলায়। প্রতি বছরের মত এবছরও মিলন মেলায় থাকছে চনন্দ নগরের আলো, নাগর দোলা, আর্ট গ্যালারি, অভিনব সেলফি জোন, প্রত্যহ তথ্যচিত্র প্রদর্শন। এছাড়া ও মেলায় থাকছে প্রচুর দেশি ও বিদেশি স্টল। মেলা থাকবে আর খাওয়া দাওয়া থাকবে না? তাই ভোজন রসিক বাঙালীর কথা মাথায় রেখেই এবারের মিলন মেলায় থাকছে বহু আকর্ষিণীয় খাবারের দোকান। চাইনিজ থেকে মোগলাই, বাদাম থেকে শুরু করে জিলাপি।