নব্য বঙ্গীয় পুরোহিত সংগঠনের সম্মেলন

Social

দেবু সিংহ,মালদা: মালদার সাহাপুর ঝাপড়িকালী মন্দিরে অনুষ্ঠিত হল নব্য পুরোহিত সংগঠনের সম্মেলন। শুক্রবার ওই সম্মেলনে উদ্বোধন করা হয় সংগঠনের একটি কার্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক পুরোহিত। এছাড়াও ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই মণ্ডল। পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়। পুরোহিতের একাধিক দাবি পূরণের জন্য এই সংগঠন কাজ করবে বলে জানান সদস্যরা।

Leave a Reply