মলয় দে নদীয়া:-সফল চন্দ্রযান গর্বিত দেশবাসী এরপর ইসরোর কাছে নয়া চ্যালেঞ্জ সূর্য মিশন শনিবার সকাল ১১:৫০ মিনিটে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ইসরোর রকেট আদিত্য এল ওয়ান। আর আরো একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশবাসী।
চন্দ্রযানের মতই সূর্যযানের ট্রাকিং সিস্টেমের অন্যতম সদস্য নদীয়ার বরুণ বিশ্বাস। চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রমের গোটা যাত্রা ট্রাকিং এর কাজে নিযুক্ত ছিলেন বরুণ এরপরেই সাফল্যের কারণে ঠোঁটের কোনে হাসি চোখের কোনে জল আনন্দে আত্মহারা নদীয়ার কালীনারায়নপুর রাধানগরের এলাকাবাসী এবং বিশ্বাস পরিবার কষ্টের সঙ্গে লড়াই করে আজ দুয়ারে কড়া নেড়েছে বরুনের সাফল্য। দারিদ্র অর্থ কষ্ট নিয়ে বড় হওয়া বরুণ আজ ইসরোর মহাকাশ গবেষক ১০ বছর ধরে ইসরোতে কর্মরত নদীয়ার বিজ্ঞানী বরুণ বিশ্বাস।
ছেলেকে নিয়ে কথা বলতেই চোখের কোনায় চিকচিক করে উঠলো জল। বরুনের সাফল্যে খুশি বরুনের বন্ধুরা গ্রামের ছেলে আজ গোটা নদীয়া তথা রাজ্যের গর্ব ঘরের ছেলে আজ চন্দ্রযান তিনের সাফল্যের অংশীদার চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর বিশ্ববাসী দেখেছে চাঁদের অনেক ছবি এবার দেখার সূর্যের অদেখা অজানা অংশের ছবি দেখার কতটা সফল হবে এই যাত্রা তারই অপেক্ষায় গোটা দেশ তথা নদিয়াবাসী।