ভোটের ডিউটি পড়তেই ফের সামনে রাজকুমার ইস্যু

Social

সোশ্যাল বার্তা: বিধানসভা ভোটের ডিউটি পড়তেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রাজকুমার রায়ের রহস্য মৃত্যুর ঘটনাটি। এবার বিধানসভা ভোটের ডিউটি পড়তেই শুক্রবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে নিরাপত্তার দাবি তুলে ডেপুটেশন দিয়েছে ‘রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ’। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ভোটে ডিউটি করতে গিয়ে রহস্যজনল্ভাবে প্রথমে নিখোঁজ হয়ে যান রাজকুমার বাবু। পরের দিন তাঁর মৃতদেহ উদ্ধার হয় রায়গঞ্জ কালিয়াগঞ্জ রেললাইনের পাশ থেকে। সে সসয় অভিযোগ উঠেছিল, তাঁকে ভোটের ডিউটি করার সময় কোন কারনে দুস্কৃতিদের সঙ্গে তাঁর গন্ডগোল হওয়ায় তাঁকে বুথ থেকে তুলে নিয়ে খুন করে রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছিল। পরে ঘটনার তদন্ত শুরু হলেও শেষ হয়নি। শুক্রবার আন্দোলকারী দের বক্তব্য ছিল – ‘ কাকদ্বীপ থেকে কোচবিহার- আর নয় রাজকুমার’। এদিন কর্ণজোড়ায় জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে ভাস্কর ভট্টাচার্য, সইদূর রহমান, শুভ্র শংকর নাগ সহ একাধিক নেতৃত্ব। সংগঠনের পক্ষে ভাস্কর ভট্টাচার্য বলেন, আগামী বিধান সভা ভোটে সমস্ত বুথে কেন্দ্রীয় সেনাবাহিনী, বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রশিক্ষণের সময় জেলা প্রশাসনের আনা মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজকুমার রায়ের মৃত্যুর পর বাকি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া।ডেপুটেশনের পর ভাস্কর বাবু বলেন, জেলাশাসক আমাদের দাবি দাওয়া মন দিয়ে শুনেছেন এবং আগামী বিধানসভা ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। বাকি দুটো দাবির একটি বিচারাধীন থাকায় মন্তব্য করেননি। এবং রাজকুমার রায়ের বাকি দশ লক্ষ টাকার বিষয়টি নিয়ে সিআইডি রিপোর্ট দেখে অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।

Leave a Reply