সোশ্যাল বার্তা : একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে আমফান ঝড়ের কবলে মানুষ বতর্মানে দিশেহার । বতর্মান পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে আছেন । এবার এদের সাহায্যে এগিয়ে এল বিজিটিএ।
আজ হাওড়া জেলায় দ্বিতীয়বার উদয়নারায়নপুর ব্লকে করোনা ও আম্ফান পীড়িত মানুষদের জন্য ত্রাণ শিবির আয়োজিত হয়। দামোদর নদের তীরবর্তী এলাকার দুঃস্থ, আর্ত, কর্মহীন, অভাবী, দরিদ্র মানুষের হাতে অরাজনৈতিক শিক্ষক সংগঠন বিজিটিএ হাওড়া জেলা ত্রাণ তুলে দিল।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে , স্নাতক শিক্ষকদের দুদশকের বেতন বঞ্চনা লাঘব হয়নি, তাদের লড়াই এখনো চলছে, হাইকোর্ট তাদের পক্ষে পে কমিশনকে বেতন বঞ্চনা নিরসনের নির্দেশ দিয়েছে। তারা সরকারি ত্রাণ তহবিলে যেমন ৫লক্ষ টাকার অনুদান দিয়েছে ঠিক তেমনই সামাজিক দায়বদ্ধতায় ও অঙ্গীকারবদ্ধ হয়েছে।
আজ হাওড়া জেলার উদয়নারায়নপুর ব্লকে দামোদর নদের একেবারে তীরবর্তী অঞ্চলে ওই ব্লকেরই আকনা, বেলগ্রাম, জঙ্গলপাড়া ও দক্ষিণ রামপুরের মানুষের জন্য একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। হাওড়া জেলা সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ ঘোষ মহাশয়, জেলা সহ-সভাপতি অসীম বাবুর উপস্থিতিতে, উদয়নারায়নপুর ব্লকের কোষাধ্যক্ষ শ্রী গোলক হাজরা মহাশয় ও স্থানীয় বিজিটিয়ানদের সহযোগিতায় 40 জনেরও অধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে তুলে দেওয়া হয় আলু, পিঁয়াজ,. মসুর ডাল ,সরিষার তেল, চিনি, লবন লঙ্কাগুঁড়ো হলুদ সয়াবিন বিস্কুট ও সাবান ।
হাওড়া জেলা সভাপতি শেখ রমিজুর রহমান মহাশয় জানান, “আমরা মূল দাবির পাশাপাশি মানুষের পাশে দাঁড়াচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে।”
বিজিটিএ রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য মহাশয ও রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল মহাশয় জানান, “বিজিটিএ এক অনন্য শিক্ষক অরাজনৈতিক শিক্ষক সংগঠন যা মানবিকতার পাশাপাশি গ্রাজুয়েট শিক্ষকদের দাবি আদায়ে দৃঢ়ভাবে সংগ্রাম করে চলেছে এবং চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত।”