নেটবলে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেল মেদিনীপুরের ৪ জন মহিলা,৫ জন পুরুষ

Social

পূর্ব মেদিনীপুর : রাজ্য নেটবল দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে পূর্ব মেদিনীপুরের ৪ জন মহিলা,৫ জন পুরুষ ।

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে এই খেলোয়াড় গণ খুবই খুশি, তারা নিয়মিত মাঠে প্র্যাকটিস করে চলছে, ভালো কিছু ফলের আশায়।২০-এ মার্চ খেলোয়াড় গন জাতীয় নেট বল প্রতিযোগিতার জন্য বেরিয়ে যাবে হরিয়ানা। পূর্ব মেদিনীপুর নেটবল অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সৌভিক কর মহাশয় বলেন যে”লক্ষ্য যদি স্থির হয় তবে তার লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারবেনা”, এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় উত্তম বর্মন মহাশয় বলেন যে তিনি তার জেলার ছেলেমেয়েদের এই সাফল্যে খুবই খুশি হয়েছেন।

পূর্ব মেদিনীপুরের বালক বিভাগের কোচ অপূর্ব ও মহিলা বিভাগের কোচ তনুশ্রী করণ ও রাকেশ কীর্তন তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ছেলেমেয়েরা আজ এই জায়গায় বলে জানান পূর্ব মেদিনীপুরের সাধারণ সম্পাদক সৌভিক কর । তিনি আরও বলেন এই সাফল্যের পেছনে বেশকিছু বিশেষ ব্যক্তির গুরুত্ব অগ্রাধিকার লক্ষীকান্ত প্রামানিক চাঠরা কুঞ্জ রানী বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক), প্রিয়জিত সামন্ত নেটবল অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা।

Leave a Reply