রক্তদান কর্মসূচীর মাধ্যমে মুমুর্ষদের পাশে উচ্চ বিদ্যালয় কোচিং সেন্টার

Social

অভিজিৎ হাজরা, হাওড়া:অতিমারি “করোনা”ভাইরাস সংক্রমণ ও তার প্রতিরোধে লকডাউনের ফলে মুমুর্ষ মানুষ রক্ত সংকটের মধ্যে পড়েছিল।রাজ্যে রক্তদান শিবিরের সংখ্যা কমে গিয়েছিল। এমনিতেই প্রতি বছর রাজ্যে মুমুর্ষ রোগীদের জন্য যে পরিমাণ রক্তের চাহিদা থাকে তা যোগান দেওয়া যায় না।লকডাউনে সময়ে সেই সমস্যা আরও প্রকট হয়। আনলক প্রক্রিয়া শুরু হলেও  এখনও সমস্যা আছে। বর্তমানে “করোনা” ভাইরাস সংক্রমণের হার কমে গেছে। স্কুল-কলেজ ছাড়া সব কিছুই প্রায় স্বাভাবিক।কিন্তু রক্তদান শিবিরের সংখ্যা খুব একটা বাড়েনি।

এই পরিস্থিতির কিছুটা মোকাবিলার জন্য খানাকুল-হুগলী-র “উচ্চ শিক্ষালয়” বাড়বাউন শাখা সিদ্ধেশ্বরী এ্যাথেলেটিক ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করে।
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়া জেলার ঝিখিরা উচ্চ বিদ্যালয়ের এর প্রাক্তন শিক্ষক অরুন কুমার চক্রবর্তী। দু’জন মহিলা সহ তেত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এহেন মানবিক অনুষ্ঠান আয়োজন করার জন্য উচ্চ বিদ্যালয় কোচিং সেন্টারের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন হাওড়া-হুগলীর অধিবাসীবৃন্দ।

Leave a Reply