মলয় দে, নদীয়া : স্বাস্থ্যবিধি মেনে গোটা রাজ্যের সঙ্গে নদীয়া জেলাতেও রবিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট) নেওয়া হচ্ছে । পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা যাতে সহজেই পৌঁছে দিতে পারেন, সেজন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রেল স্টেশন, জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের পাশেই পরীক্ষাকেন্দ্র করা হয়েছে । তবুও নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের বাড়ি থেকে বেরোনোর কথা বলা হয়েছিল। সেই মতই আজকে অধিকাংশ পরীক্ষার্থীরাই নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পেরেছেন । প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই স্যানিটাইজেশনের কাজ করা হয়েছে । রাখা হয়েছে স্যানিটাইজার । প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই রয়েছে পরীক্ষার্থীদের থার্মাল ট্রেনিংয়ের ব্যবস্থা । দূরত্ব বিধি মেনে পরীক্ষাকেন্দ্রের প্রতিটি বেঞ্চে সর্বাধিক দুজন করে পরীক্ষার্থী বসানো হয়েছে ।
আবারও আশার আলো জেগেছে টেট পরীক্ষার্থীদের মনে । এদিন বেলা একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত ছিল পরীক্ষার সময় । মোট ১৫০ নম্বরের পরীক্ষা । পরীক্ষার্থীদের তো বটেই, পরীক্ষা কেন্দ্রের আধিকারিকদের মোবাইল ফোন বন্ধ রাখার নির্দেশ রয়েছে। মুখে মাক্স বেঁধে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। নজর দেওয়া হয়েছিল তাদের নিরাপত্তা দিতে । টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০১৭ সালে । তিন বছর পর আজ রবিবার হচ্ছে সেই পরীক্ষা । যদিও করোনা পরিস্থিতির মধ্যে এই পরীক্ষা নেওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটা চ্যালেঞ্জ। যদিও শেষ পর্যন্ত টেট পরীক্ষায় বসতে পেরে খুশি পরীক্ষার্থীরা।