সোশ্যাল বার্তা: এই বিধ্বস্ত পৃথিবীতে অনেক মানুষ মানবসমাজকে সুস্থ রাখতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে এই বিষয়ে ব্যতিক্রম নয় পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট স্পোর্টস্ অ্যাকাডেমি। তারা এই সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে সামান্য অংশীদার হিসেবে মানুষের পাশে দাঁড়াতে আজ সকাল ১০ টা নাগাদ পঁচেটগড় ঐতিহাসিক রাসমেলা ময়দানে সরকারি বিধি নিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরে আজ প্রায় ৪০ জন রক্ত দান করেন যার মধ্যে পুরুষ ছিলেন ৩৫ জন এবং মহিলা রক্ত দাতা ছিলেন ৫ জন। রক্ত সংগ্রহ করে কন্টাই ব্লাড ব্যাংক।
রক্তদাতাদের উৎসাহ দিতে ও সবুজায়নের লক্ষ্যে রক্তদাতাদের হাতে একটি করে নারকেল তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সমাজসেবি মানস রায়, পঁচেট হাইস্কুলের প্রধান শিক্ষক দৈবকীনন্দন রায় , পঁচেটগড় দেবতার সেবায়েত বোর্ডের সম্পাদক সুবর্তনন্দন দাসমহাপত্র সহ অন্যান্য রা।