দেবু সিংহ,মালদা : সদ্যোজাত শিশুর মুন্ডু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ধারে সদ্যোজাত শিশুর মুন্ডু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
কিভাবে সদ্যোজাত শিশুর মুন্ডু ওই এলাকায় এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকার মানুষ।
স্থানীয়রা জানিয়েছেন রবিবার সকালে সদ্যোজাত শিশুর মুন্ডুটি চোখে পড়ে স্থানীয়দের। তবে কোথা থেকে মুন্ডুটি রাস্তার ধারে আসলো তা বলতে পারেনি তারা। তারা জানিয়েছেন মৃত শিশুর শরীরের অংশ দেখা যায়নি। শুধু পড়েছিল মুন্ডুটি। তবে সদ্যোজাত শিশুর মুন্ডুটি যারাই ফেলে থাকুক না কেন তা তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।