জাতীয় ভোটার দিবসে নাগরিক সচেতনতায় শোভাযাত্রা

Social

দেবু সিংহ ,মালদা-প্রতি বছরের মতো এবারেও মহা সাড়ম্বরে জেলা জুড়ে পালিত হয়ে গেল জাতীয় ভোটার দিবস। সোমবার এই উপলক্ষ্যে একটি ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। সাধারণ মানুষকে ভোটমুখী করার সচেতন করে শোভাযাত্রাও বের হয়। সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। ‘‌সকল ভোটার হয়ে উঠুক সক্ষম, সজাগ, সুরক্ষিত ও ওয়াকিবহাল’‌ এই স্লোগান তোলা হয় এবারের জাতীয় ভোটার দিবসে। জানা গেছে, ২০১১ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। প্রতি বছর জেলা নির্বাচন দপ্তর নিষ্ঠার সঙ্গে দিনটি পালন করে থাকে। এবার করোনা আবহে একটু আলাদা ভাবে দিনটি পালন করা হয়। জেলা প্রশাসনিক ভবন থেকে ভোটারদের ভোট দানের ব্যাপারে উৎসাহিত করে একটি শোভাযাত্রা বের হয়। শেষ হয়ে জেলা বইমলা প্রাঙ্গণে। সেখানে চলে অনুষ্ঠান। নতুন ভোটারদের নাম সংযোজন, তাদের ভোটদানে উৎসাহিত করা নিয়ে প্রচার চালানো হয়। নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের আরও বেশি করে যুক্ত করতে তাঁদের সচেতন করে তোলা হয়। জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘‌প্রতিটি ভোটদাতাকে ভোট দেওয়ার লক্ষ্য নিয়ে দিনটি পালিত করা হয়। জেলা নির্বাচন দপ্তর থেকে প্রতি বছর নতুন ভোটারদের নাম তোলা, মৃত ব্যক্তিদের নাম বাতিল করার কাজ হয়ে থাকে। এবারও সেই কাজ শেষ হয়েছে। যাঁরা এসব কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন, এদিন বইমেলা অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।’‌

Leave a Reply