নদীয়ায় বিপ্লবী তারক দাস বন্দোপাধ্যায়ের স্মৃতি উদ্যান এর জবর দখল হলো উচ্ছেদ  

Social

মলয় দে, নদীয়া:- নদীয়া শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাংলার বিপ্লবী শহীদ তারক দাস বন্দোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিলো একটি উদ্যান। যার কিছুটা অংশ জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ব্যবহার হলেও রাস্তা সংলগ্ন বেশ খানিকটা কেউবা কারা গতকাল রাতে , ঘিরে নেয় আগামীর দোকান তৈরীর উদ্দেশ্যে।

শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল রাতে খবর পাওয়ার পরে, আজ ওই এলাকার দলীয় সমর্থক এবং পঞ্চায়েতের বেশ কিছু সদস্য, ওই জবরদখলকৃত দোকান তুলে দেন। এ প্রসঙ্গে, সাধারণ মানুষকে সজাগ থাকতে, এবং প্রশাসনকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।

প্রসঙ্গত বেশ কিছুদিন আগে , ওই স্থানেই বিপ্লবীর একটি আবক্ষ মূর্তিও এভাবে কেউ বা কারা ভেঙে ফেলে, রক্ষণাবেক্ষণের গুরুত্ব না থাকায়, আজ অনেকেরই দৃষ্টিগোচর হয় । স্বাধীনতা সংগ্রামী হিসেবে, তারক দাস বন্দোপাধ্যায় তারক ব্যানার্জি হিসেবে পরিচিত নদীয়ায়। স্বাধীনতা পরবর্তীকালে জেলার প্রশাসনিক গুরু দায়িত্ব সামলেছিলেন তিনি। তার নামে কৃষ্ণনগরে একটি রাস্তা নামকরণ করা হয়, জেলায় বেশ কয়েকটি বিদ্যালয়ের নামাঙ্কিত হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে। আজকের ঘটনার পর, নড়েচড়ে বসেছে প্রশাসন! অতি তৎপরতার সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় , প্রশাসনিক মহল থেকে।

Leave a Reply