জানেন কি! নদীয়ার এক বিখ্যাত মেলায় সারারাত ধরে চলে কুইন্টাল কুইন্টাল কাঁচা মিঠা আম লিচু এবং তালশাঁস বিক্রি?

Social

মলয় দে নদীয়া :- ধান উঠলে যেমন নবান্ন পাট উঠলে পুজোর জামা কাপড়। তেমনই বাংলার বিভিন্ন গ্রাম শহরে বিভিন্ন ফসলের সাথে জুড়ে রয়েছে বিভিন্ন উৎসব। ইদানিং আম নিয়ে আমজনতা আম উৎসবে মাতলেও, লিচু তালশাঁস কাঁচা মিঠা নিয়ে, খুব বেশি মাতামাতি লক্ষ্য করা যায় না।

তবে নদীয়ার শান্তিপুর মালঞ্চ এলাকায় বৈশাখের শেষ রবিবার অনুষ্ঠিত হওয়া বহু প্রাচীন গাজিম মিঞার বিয়ে নামে আঞ্চলিক এক লোক ও সংস্কৃতি উৎসব উপলক্ষে সারারাত ধরে কুইন্টাল কুইন্টাল লিচু কাঁচামিঠে আম এবং তালশাসের বিক্রি।
শান্তিপুর এবং বিভিন্ন কৃষক এবং ছোটো ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসেন। দিন তো বটেই, সারারাত ধরে চলে এই বিক্রি।
নাগর দোলনা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা এবং অন্যান্য ঘর সাজানোর টুকিটাকি বিক্রিসহ মেলায় আগত নানাবিধ হাজারো দোকানের থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখে একটি বটগাছ তলায় পৃথকভাবে শুধুমাত্র বসে এই ফলের মেলা। প্রত্যেক দর্শনার্থী সমগ্র মেলা ঘুরে এই মেলার মূল আকর্ষণ অর্থাৎ কাঁচা মিঠে আম তালশাঁস বা লিচু কিনে তবেই বাড়ি ফেরেন। বিক্রেতারা জানাচ্ছেন প্রথম দিন এক কুইন্টালের কাছাকাছি বিক্রি হয়েছে পড়ে রয়েছে বাকি আরো একদিন এবং রাত।
ক্রেতারা জানাচ্ছেন সাধারণ বাজারের থেকে খুব বেশি কম দাম না হলেও অত্যাধিক সেলের জন্য দোকানিরা তাদের লভ্যাংশ কমিয়ে দেন, অন্যদিকে সরাসরি কৃষক রাও তাদের উৎপাদিত ফল নিয়ে এই মেলায় অংশগ্রহণ করার ফলে কিছুটা দাম কম হয় বৈকি।

Leave a Reply