সোশ্যাল বার্তা: আজ ২৫শে জানুয়ারি ২০২১ “জাতীয় ভোটার দিবস” উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ব্লকের পরিচালনায় অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেলডাঙ্গার উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা। প্রতিটি বিদ্যালয় থেকে মোট ১০ জন করে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ব্লকের আধিকারিকগণ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয় যথাক্রমে বেলডাঙ্গা কাশিমবাজার রাজ গোবিন্দ সুন্দরী হাই স্কুল, নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুল (উ: মা:) এবং বেলডাঙ্গা শ্রীশচন্দ্র হাই স্কুল।
প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা পরবর্তীতে জেলাস্তরের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলি বিশ্বাস মহাশয় বলেন, “আমাদের ছাত্রছাত্রীদের এই সাফল্যে আমরা খুবই আনন্দিত, আমাদের পরবর্তী লক্ষ্য জেলাস্তরে সাফল্য অর্জন করা”।নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুলের সহকারী শিক্ষক মাননীয় অমিত কুমার মণ্ডল বলেন, ছাত্রছাত্রীরাই আমাদের শক্তি, তাদের সাফল্যই আমাদের সাফল্য। মীরজামাল, ওমর ফারুক, লালন, আদিনা, মকবুল, তহিদ, রাফুল, সুহানা, রেশমা, শাহীনারারা জানায় আমরা খুব খুশি আজকের সাফল্যে। আমরা অমিত স্যার, খোকন স্যার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষকাদের কাছে কৃতজ্ঞ, তাদের প্রশিক্ষণ এবং সহযোগিতায় আমাদের এই সাফল্য এনে দিয়েছে। পরবর্তীতে আরো বড় সাফল্য অর্জন করাটাই আমাদের মূল লক্ষ্য।