মলয় দে নদীয়া :-ফারসি ভাষায় ‘শব’ শব্দের অর্থ রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রাত। হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ এই রাতে তাঁর বান্দাদের গুনহা (অপরাধ) মাফ (ক্ষমা) করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরান তিলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ–অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা করার সময়ও এটি। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা সৌভাগ্যের রাত হিসাবে পালন করেন এটিকে। এই রাতে ধর্মপ্রাণদের জন্য কৃপার দরজা খুলে দেন মহান আল্লাহ। তাই এই রাতটি পবিত্র শবে বরাত হিসাবে পালিত হয়।
শবে বরাত পালনের প্রচলন হয় হিজরি ৪৪৮ সনে। ফিলিস্তাইনের নাবলুস শহরের ইবনে আবিল হামরা নামে একবায়তুল মুকাদ্দাস আসেন। তার তিলাওয়াত ছিল সুন্দর ও মধুর। তিনি শাবানের মধ্যরাত্রিতে নামাজে দাঁড়ালে, তাঁর পিছনে এক লোক এসে দাঁড়ান। তার পরে তাঁর সঙ্গে তৃতীয় জন এসে যোগ দেন। এর পরে চতুর্থ জন। তিনি নামাজ শেষ করার আগেই বিরাট একদল লোক এসে তাঁর সঙ্গে যোগ দেন। পরবর্তী বছর এলে, তাঁর সঙ্গে অনেকেই যোগ দেন ও নামাজ আদায় করেন। এতেই মাসজিদুল আক্সাতে এই নামাজের প্রথা চালু হয়। কালক্রমে অনেকেই একে সুন্নাত মনে করতে শুরু করেন।
মসজিদের ইমাম মৌলানা আব্দুল হাকিম সাহেব জানান, ” গতকাল সন্ধ্যেবেলা থেকে আমাদের শবেবরাতের সময় ছিল। গতকাল রাত থেকেই সমস্ত মসজিদে উপাসনা চলেছে আমাদের। প্রত্যেক মসজিদের মতো এই মসজিদেও আমরা উপাসনা করেছি এছাড়া ধর্মীয় আচরণ অনুষ্ঠান একাধিক পালন করা হয়েছে সমস্ত মসজিদেই। আগামী দিনে ঈদের আগে যে রোজার মাস আসছে তার অনুশীলন হিসেবেই মূলত এই শবে বরাতের অনুষ্ঠান পালন করা হয়। শবে বরাতের ১৫ দিন পর থেকেই শুরু হবে রমজানের রোজা এবং তারপরেই পালন করা হবে খুশির ঈদ”।