সোশ্যাল বার্তা: শুরু হলো আদিবাসী সম্প্রদায়ের জাঁওয়ায় সাকরাৎ পরব উৎসব। অষ্টম বর্ষে পর্দাপন করলো ঐ উৎসব। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের চন্দনপুর বিদুচাঁন্দান আদিবাসী সংঘের উদ্যোগে ধামসা মাদল বাজিয়ে উৎসবের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধামসা মাদল বাজিয়ে অনুষ্ঠান মঞ্চে আনে। এছাড়া অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরন করে আদিবাসী মেয়েরা। পুরুষদের ধামসা মাদল আর বাঁশির তালে তাল মিলিয়ে আদিবাসী মহিলাদের আদিবাসী সাজে সেজে নৃত পরিবেশন ঐ উৎসবের বিশেষ আকর্ষণ। মাথায় কলসি নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের নৃত্য দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ অংশ নেয়।
উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক জ্যোতির্ময় কর, পঁচেট ৪ নম্বর অঞ্চলের প্রধান প্রনব কর সহ অন্যান্য ব্যক্তিবর্গ।