৩২৩ বছরে রক্ষা কালী পুজো ! উপচে পড়বে ভিড়

Social

বাবু হক, হাওড়া: ৩২৩ বছরে রক্ষা কালী পুজোয় লাখো মানুষের সমাগম ঘটবে, হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লক এর আমতা বিধানসভার অন্তর্গত ঝিখিরা গ্রাম পঞ্চায়েত এলাকার এবং হুগলি জেলার প্রায় সংযোগ স্থল ঝিখিরা বাজারে প্রতিষ্ঠিত মন্দিরে রক্ষা কালী মাতা ঠাকুরানী এস্টেট এর আয়োজনে, পূজা পরিচালন কমিটির সহযোগিতায়।

ঝিখিরা বারোয়ারী রক্ষা কালী পুজো চার দিন ধরে পয়লা এপ্রিল , সতেরো চৈত্র শনিবার থেকে চার এপ্রিল কুড়ি চৈত্র মঙ্গলবার রাতে ঠাকুর বিসর্জন দিয়ে শেষ হবে ।চার দিন ধরে চলবে পূজা মেলা নানান ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানা গেছে । হুগলি, হাওড়া জেলার কয়েকটি থানা এলাকার ধর্ম প্রাণ সনাতন ধর্মালম্বী আট থেকে আশি বছরের মহিলা ও পুরুষ মিলিয়ে লাখো মানুষের সমাগম ঘটবে বলেন স্টেটের তপন চন্দ্র, সমীর রায়, বুলগানিন বোধক আমাদের প্রতিনিধিকে ।

বাতাসা ছড়িয়ে বর্ণাঢ্য পথ পরিক্রমা করে প্রতিষ্ঠিত পুকুর থেকে জেসিপি মেসিন দিয়ে মাটি তোলা হয়েছে প্রতিমা তৈরি হয়েছে বলে জানান পূজা কমিটির সভাপতি সুকুমার দোলুই ।পূজা অনুষ্ঠান সূচি তে আছে পর্যায়ক্রমে মনসিকী ও প্রসাদী পূজা গ্রহণ করা বেদী মূলে প্রতিমা স্থাপন করা ঘট স্থাপন মাতৃ আরাধনা ডণ্ডিমানত শোধ আরতি হোম পুষ্পাঞ্জলী , প্রসাদ বিতরণ করা হবে বলে জানান আয়োজকদের পক্ষে ভোলানাথ , বিশ্ব নাথ , অর্ঘ্য শান্তনু হাজরা ।অন্নকূট, যাত্রা পালা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পূজা কমিটির অষ্টাপদ , বিপ্লব, দীপঙ্কর দাস । জয়পুর থানার ভাটোরাতে শীতলা মাতার পূজা ও বিশেষ শোভাযাত্রা করে দধিকর্মা বিতরণ করে প্রতিষ্ঠিত পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানিয়েছেন পূজা কমিটির কাশিনাথ নন্দী, জগু মালিক । পূজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব । যতো দিন যাচ্ছে ততই ভক্তদের ঢল নামছে, হাওড়া ও হুগলি জেলার আন্তজেলা সীমানায় ঝিখিরা বাজারে প্রতিষ্ঠিত মন্দিরে রক্ষা কালী মাতা ঠাকুরানী এস্টেট এর আয়োজনে পূজা অনুষ্ঠানে হাজির থাকবেন পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন ধরনের অতিথি ।

Leave a Reply