নদীয়ার করিমপুরে দুয়ারে সরকার কর্মসূচি বিলি হল স্বাস্থ্যসাথী কার্ড

Social

সোশ্যাল বার্তা: রাজ্যের বিভিন্ন জেলার ব্লকগুলোতে চলছে দলের সরকার কর্মসূচি।এই দুয়ারে সরকার কর্মসূচিতে সবথেকে বেশি সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে “স্বাস্থ্য সাথী” নিয়ে। গতকাল নদীয়া জেলার করিমপুরে ১নং ব্লকের আইটিআই কলেজে করিমপুর দু’নম্বর পঞ্চায়েতের এলাকার জন্য হয় এই কর্মসূচি। এলাকার মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো ।এদিন করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় হাত থেকে এলাকার মানুষকে স্বাস্থ্য সাথী গ্রহণ করতেও দেখা গেল।

এলাকার বাসিন্দারা জানান, স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়ে তারা খুশি। বিভিন্ন হাসপাতালে তা ব্যবহার করতে পারবেন এবং চিকিৎসার জন্য আর্থিক দিক দিয়ে কিছুটা সুবিধে হলো।

Leave a Reply