মলয় দে নদীয়া:- শান্তিপুর গঙ্গা পার্শ্ববর্তী এলাকা হরিপুর, গয়েশপুর, বাগআঁচড়া পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে প্রতি রাতে চুরি যায় চাষীর ফসল, চাষের জমি’র মাটি। কিছুদিন আগেই মাটি দিবস ঘটা করে পালিত হলো সারা রাজ্যে। কিন্তু কজনই বা খবর রাখে চাষের মাটি চুরি করার কথা ?
মহিলার শ্লীলতাহানি থেকে কোন অংশে কম নয়। এইজন্য জমি গুলি, নিচু হয়ে যাওয়ার ফলে গঙ্গা ক্রমশ ধুয়ে আসতে থাকে চাষের দিক জমির দিকে। কর্মহীন হয়ে পড়ে কৃষক, অসহায় হয়ে পড়ে তার পরিবার। চাষিরা সারা রাত পাহারা দেয় তাদের মাটি। কিন্তু মাফিয়াদের হাতে আগ্নেয়াস্ত্র। চলতি মাসেই ৯ তারিখে এমনই এক ঘটনায় প্রশাসনকে জানাতে, চাষীদের ই ৫ জনকে আটকে রেখেছিল থানায়। অথচ মাটি’র নৌকা ধরা পড়লে, কয়েক ঘণ্টার মধ্যেই ছাড়া পেয়ে যায়! এমনটাই অভিযোগ হরিপুর অঞ্চলের বড় ডাঙ্গাপাড়া, মেথির ডাঙ্গা অঞ্চলের চাষিদের।
গতকাল রাতে, তাদেরই দেওয়া তথ্য অনুযায়ী, শান্তিপুর থানার পুলিশ প্রশাসন পাঁচটা মাটি ভর্তি নৌকা উদ্ধার করেন ভোর তিনটে নাগাদ। নৌকা চালক, বা এর সঙ্গে জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। অনুসন্ধান চলছে, প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমিতা তরফদার জানান, “প্রশাসনিক প্রত্যেক উচ্চ পর্যায়ের আধিকারিকদের জানানো হয়েছে বহুবার গ্রামবাসীদের স্বাক্ষর সংগ্রহ করে, কিন্তু কোন সুব্যবস্থা এখনো পাইনি চাষীরা। এই অঞ্চলে এই চাষীরাই পঞ্চায়েত নির্বাচনে আমায় জয়লাভ করার বিষয়ে তাদেরই বড় অবদান। অথচ আমি কিছু করতে পারছি না। রাজ্য সরকারের কাছে আবেদন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হোক “।