পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটগড় হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচি

Social

পটাশপুর: গত ১লা ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে ক্যাম্প। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত সরকারি আধিকারিকরা জনকল্যাণমূলক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ঐ ক্যাম্প গুলির মাধ্যমে। সেইমতো চতুর্থ দফায় আজ ক্যাম্প হল পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

পঁচেট গড় হাইস্কুলে অনুষ্ঠিত এই ক্যাম্পে শিক্ষাশ্রী থেকে শুরু করে রুপশ্রী কৃষক বন্ধু ,স্বাস্থ্যসাথী সহ একাধিক পরিষেবার সুযোগ নিতে মানুষের ঢল নেমেছে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে এই সব প্রক্লপের ফর্ম সংগ্রহ করছে। দুয়ারে সরকারের ঐ ক্যাম্প গুলিতে পরিষেবা নিতে এসে মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য ক্যাম্পের সামনেই চলছে বাউল গান। পরিষেবা নিতে এসে ক্যাম্পের সামনেই এমন বাউল অনুষ্ঠান দেখে ভিড় করছে সাধারণ মানুষ। পঁচেট ৪ নম্বর অঞ্চল এর উপপ্রধান প্রনব কর যানান যে সমস্ত সঙ্গীত প্রেমি বাউল নিয়ে চর্চা করছেন ,লোক সংস্কৃতি নিয়ে লড়াই করেছেন তাদের সেই লোক সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার জন্য এমন উদ্যোগ।

Leave a Reply