মলয় দে নদীয়া :-মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও স্বাস্থ্য সাথী কার্ড থাকা থাকলেও চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া হলো রোগী ও তার পরিবারকে। জেলা স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে আপাতত স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা বন্ধ রাখার নির্দেশ, সাফ জানালেন নার্সিংহোম কর্তৃপক্ষ।
নদীয়ার রানাঘাট থানার নেত্রজ্যোতি হাসপাতালে ঘটনা। উল্লেখ্য, নদীয়ার রানাঘাটের বাসিন্দা পুষ্পা আইচ,। তার স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তিনি ওই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নিজের চোখ অপারেশন করার জন্য তার স্বামীকে নিয়ে রানাঘাট নেত্রজ্যোতি নার্সিংহোমে পৌঁছান। অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ড দেখানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় এই কার্ডে এখন কোন পরিষেবা মিলবে না। এখন চিকিৎসা করাতে হলে নগদ টাকা দিয়ে চিকিৎসা করাতে হবে। পুষ্পা আইচের স্বামী অভিযোগ করেন, আমরা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ এত টাকা কোথায় পাব। যেখানে মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে মিলবে এই পরিষেবা সেখানে কি করে আমাদের ঘুরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কে প্রশ্ন করা হলে তাদের দাবি, এর আগেও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে তাদের বৈঠক হয়। সেখান থেকেই আপাতত স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। যতদিন না তারা পরিষেবা চালু করার আপডেট দিচ্ছেন ততদিন পরিষেবা দেওয়া যাবে না। যেখানে খোদ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ডেনবিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করছেন এবং চিকিৎসা পরিষেবা না দিলে নার্সিংহোম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিচ্ছেন সেখানে অমান্য করে কিভাবে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে তাই নিয়ে উঠেছে প্রশ্ন।