সততার নজির ! আট ভরি সোনার গয়না সহ ব্যাগ ফেরালেন মালদার শঙ্খিনী পান্ডে

Social

দেবু সিংহ, মালদাঃ বোনের বিয়েতে দেওয়ার জন্য সোনার গহনা নিয়ে ফিরছিলেন। বাইকে করে যাওয়ার সময়ে পড়ে যায় আট ভরি সোনার গয়নাসহ ব্যাগ।

ঘটনাটি মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজি গ্রাম অঞ্চলের নিত্যানন্দপুরের। জানা যায় গ্রামের এক মহিলা শঙ্খিনী পান্ডে সে নুনবহি চার্চের সামনে রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেটাকে তুলে নিয়ে বাড়ি যায় এবং খুলে দেখে ভিতরে অনেকগুলো সোনার গয়না, সে ভাবল বিয়ের জন্য তৈরি করা গয়না না পেলে বড়োসড়ো ক্ষতি হয়ে যাবে, তখন তিনি প্রতিবেশীসহ কাজী গ্রামের প্রধান ও রাজনৈতিক নেতা মজাহার মহলদারকে জানান এবং তাদের তৎপরতায় হারিয়ে যাওয়া সোনার অংশীদারকে খোঁজ করে তার হাতে সোনা তুলে দেন।

রবিবার দুপুর ১ টা নাগাদ বাঙ্গি টোলার এক দম্পতিরা কাজিগ্রাম হয়ে মোটর বাইকে পান্ডুয়া যাওয়ার পথে আট ভরি সোনার গয়না সহ ব্যাগ হারিয়ে যায়। তাদের খোঁজ করে সে সোনা তুলে দেওয়া হয় হাতে।

শঙ্খিনী পান্ডে সোনা পেয়ে ফিরিয়ে দিয়ে মহান এবং মানবিকতার নজির গড়লেন কাজিগ্রাম অঞ্চল সহ সারা জেলায়। সোনার গহনা ফেরত পেয়ে খুশি দম্পতি। ওই দম্পতি জানান এত দামি জিনিস ভেবেছিলাম ফেরত পাব না কিন্তু এখনও যে সৎ মানুষ ভাবছেন এটাই প্রমাণিত হলো। ওনার পরিবারের মঙ্গল কামনা করি।

শঙ্খিনী পান্ডে জানান যার জিনিস সে ফেরত পেয়েছে এতেই বড় আনন্দ হচ্ছে ।

Leave a Reply