বিশেষভাবে সক্ষম বৃদ্ধ পিতার উপলব্ধিতে শারিরিক বাধাকে হার মানিয়ে দুটি মন এক হলো, বাঁধা হল চার হাত

Social

মলয় দে নদীয়া:- সেরিব্রাল পলসিতে আক্রান্ত পাত্র! পাত্রী অস্থি সংক্রান্ত। শারীরিক বিভিন্ন বাধাকে উপেক্ষা করেই চার হাত বেঁধে দিলেন বিশেষভাবে সক্ষম বৃদ্ধপিতা।

বেশ কয়েক বছর আগে মারণ রোগ ক্যান্সারে একটি পা বাদ গিয়েছিল নদীয়া শান্তিপুর গোবিন্দপুর অঞ্চলের সুজন দত্তের! সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে হন্যে হয়ে ঘুরে বিভিন্ন সুযোগ-সুবিধা লাভের পর অন্য সকল প্রতিবন্ধীদের জন্য গড়ে তুলেছিলেন শান্তিপুর বিধানসভা ভিত্তিক একটি প্রতিবন্ধী সংগঠন। শিক্ষা-সংস্কৃতি কম্পিউটার জীবন-জীবিকা স্বনির্ভরতা ভাতা লোন নানা বিষয়ে, সহযোগিতার জন্য নিয়মিত পরিষেবায় খুশি সকলে।

পাশের পাড়ার সংগঠনের এক পরিবারের অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতা যুক্ত কঙ্গনার সারা জীবনের ভাত-কাপড়ের ব্যবস্থা করলেন তার পুত্রের সাথে বিবাহের মাধ্যমে। গোবিন্দপুর কালীবাড়িতে মায়ের আশীর্বাদ নিয়ে অগ্নিসাক্ষী করে বিবাহ সম্পন্ন হয় গতকাল গোধূলি লগ্নে। বর এবং কন্যা যাত্রী হিসেবে আত্মীয়-স্বজনদের সাথে এই শুভক্ষণ উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ে বিশেষভাবে সক্ষমরাও।

নবদম্পতির পিতা বৃদ্ধ সুজন দত্ত জানান, হৃদয় মন সংসারের প্রয়োজনের মতোই শারীরিক স্বাভাবিক চাহিদা থাকে সকলেরই! অনেক ক্ষেত্রেই আমরা তা এড়িয়ে যাই! সমস্যা বাড়ে আরো। তাই বিশেষভাবে সক্ষমদের স্বাভাবিক করে তুলতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলের কাছে অনুরোধ করেন এ ধরনের বিষয় চোখে পড়লেই, অন্যান্য সামাজিক দায়িত্ব পালনের মতন এ বিষয়ে এগিয়ে আসার জন্য।

Leave a Reply