বাস্তু পুজোর স্বরূপ হিসাবে কচ্ছপ কুমির পুজো! কোথায় , কেন বিশেষত্বই বা কী ?  

Social

মলয় দে, নদীয়া:- হিন্দু পূজা-পার্বণে বিভিন্ন দেবদেবীর সাথে পূজিত হতে দেখা যায় বিভিন্ন প্রাণীপাখিদেরও। পেঁচা ময়ূর সাপ হাতি সহ বেশ কিছু নাম শুনে থাকলেও কচ্ছপ কুমির শুনেছেন কখনো! কুমির পুজোর নামে প্রচলিত থাকলেও আসলেও ভক্তবৃন্দদের বাস্তভিটা রক্ষায় বাস্ত দেবিকে সন্তুষ্ট করতেই বাংলা বছরের পৌষ সংক্রান্তিতে পূজা অনুষ্ঠিত হয়। আর বাস্তু দেবি কুমিরের পিঠে চরে পূজিত হতে আসেন।

পূজায় কুমিরই প্রধান অনুসঙ্গ হওয়ায় মানুষের মুখে মুখে কুমির পূজা নামে বর্তমানে প্রচলিত। এদিকে পূজার এ কুমিরকে নিয়েও রয়েছে নানা লোক কাহিনী। পূজা শেষে মাটির তৈরি এ কুমিরের গলা কাটতে হয়। গলাকেটে প্রতীকী হত্যা করা না হলে মাটির কুমির জীবন্ত হয়ে জনপদের মানুষকে আক্রমন করতে পারে বলেও জনশ্রুত রয়েছে। দীর্ঘায়ু লাভের আশায় এবং বাস্তুতন্ত্রের অন্যতম শরিক কচ্ছপও পূজিত হয় একইসাথে।

এইরকমই এক চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়লো নদীয়া জেলার শান্তিপুরের বাবলা অঞ্চলের শ্যামনগর এবং গোবিন্দপুর গ্রামে। সেখানে সারাদিন চলছে কুমির তৈরীর প্রস্তুতি তবে করোনা আবহে রং বা অন্যান্য সাজসজ্জার থেকে বিরত আছেন। কিন্তু শান্তিপুর শহর এবং বিভিন্ন গ্রামের মানুষ এই দিনে ভিড় করে খিচুড়ি প্রসাদ খেতে আসেন। তাই তাদের ভাবাবেগে আঘাত করতে চাননি আয়োজকরা।

Leave a Reply