ন্যাশনাল দিব্যাঙ্গ টি-টোয়েন্টি কাপ খেলতে প্রস্তুত বাংলার টিম, দলে নদীয়ার দেবব্রত 

Social

মলয় দে নদীয়া :-উৎসবের মাঝেই জোর কদমে প্রস্তুতি , হার না মানা লড়াই চলছে মাঠে। আগামী ৩১ শে অক্টোবর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত লখনৌ সর্দার প্যাটেল ন্যাশনাল দিব্যাঙ্গ টি-টোয়েন্টি কাপ খেলতে শান্তিপুরের ক্রিকেটার দেবব্রত রায় রওনা দিতে চলেছেন বাংলার হয়ে। কলকাতা শিলিগুড়ি মালদা সহ বেশ কয়েকটি জেলা থেকে বাছাই করা দিব্যঙ্গ ক্রিকেট খেলোয়াড় ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। জানা যায় কুড়িটি রাজ্য অংশগ্রহণ করবে ওই খেলায়। এর আগে ২০১৯ সালে ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডের মাটি থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছিলো দেবব্রতর মতন ভারতীয় দিব্যাঙ্গ ক্রিকেটারদের নিয়ে ছিল বাংলার বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার। তবে তার পরবর্তী সময়ে দীর্ঘ দু বছর করণা পরিস্থিতির জন্য, জাতীয় স্তরে বন্ধ ছিল খেলাধুলা। তা আবারও চালু হতেই, মাঠ কামড়ে অনুশীলনে ব্যস্ত তারা ।

দেবব্রত ইতিমধ্যেই তার এলাকায় একটি ছাদে আধুনিক মানুষ বিশেষ ধরনের প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছেন ক্রিকেটের জন্য। শান্তিপুর জি আই রিজার্ভের মাঠে, কোচ হিসেবে এবং নিজেও অনুশীলন করছেন জাতীয় খেলার জন্য।

তবে অন্য বিশেষভাবে সক্ষম আগ্রহী ক্রিকেটার গড়ে তোলার উদ্দেশ্যে বিনামূল্যে অনুশীলন দিয়ে থাকে সে।
যদিও ওই খেলার পূর্বে লখনোতেই ইন্ডিয়া ভার্সেস বেস্ট অফ ইন্ডিয়া খেলায়ও অংশ নেবে সে।
যদিও এ ধরনের আয়োজনে অন্যান্য রাজ্য উৎসাহী হলেও এ রাজ্য থেকে আয়োজন তো দূরে থাক , কোনরকম সহযোগিতা বা শুভেচ্ছা বার্তা পর্যন্ত জানানো হয় না আর এটা অত্যন্ত দুঃখের এমনটাই জানালো দেবব্রত।
আমাদের সংবাদমাধ্যমের পক্ষ থেকে, বাংলার দিব্যাঙ্গ দলের প্রতি রইলো, অনেক শুভকামনা। কুড়িটি দলকে পরাজিত করে, বাংলায় জয় ছিনিয়ে নিয়ে আসবে এমনটাই আশাবাদী আমরা।

Leave a Reply