দেবু সিংহ,মালদা ঃ বিএসএফ জওয়ানরা শুধু দেশের জন্য সীমান্তে দিনরাত এক করে পড়ে থাকে না, তারই মাঝে সীমান্ত এলাকার মানুষকে সুস্থ রাখতে মেডিকেল কাম্প করে সহযোগিতা হাত বাড়িয়ে দিল। মালদহের হবিবপুর থানার অন্তর্গত ১৫৯ ব্যাটালিয়ানের পক্ষ থেকে আগ্রা হরিশ্চন্দ্রপুরে শুক্রবার সকাল থেকে এক মেডিকেল ক্যাম্প করা হয়। আগ্রা হরিশ্চন্দ্র পুর সহ বিভিন্ন জায়গায় থেকে সাধারণ মানুষ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করাতে আসেন।
জানা যায় প্রতি বছর দুই থেকে তিন বার আগ্রা হরিশ্চন্দ্রপুর বিএসএফ ক্যাম্পে ১৫৯ ব্যাটালিয়ন এর পক্ষ থেকে ওই এলাকার জনসাধারণের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির খোলা হয়। এদিন ও স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন শরীরে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও শরীরে বিশেষ কিছু অসুবিধে ধরা পড়লে বিএসএফের তরফে হসপিটালের পৌছানো ব্যবস্থা রাখা হয়। বিএসএফের নিজেদের চিকিৎসকরা চিকিৎসার পরে বিনামূল্যে ওষুধ দেন। এদিন উপস্থিত ছিলেন-শ্রী প্রমোদ কুমার ঝা ডিসিটি ১৫৯ ব্যাটালিয়ান বিএসএফ, ডা:ফিরোজ আহমেদ খান ডিসি এস এম ও, ইএসআই /পিইজ- দীপঙ্কর মজুমদার, রবিন্দ্র সিং সহ অন্যান্যরা।