জানা আছে !  নদীয়ার উৎরানির মেলা  অনেকের কাছে নাম শাখ আলুর মেলা

Social

মলয় দে নদীয়া :- পৌষ মাসের বাউনি সংক্রান্তির পর, মাঘ মাসের পয়লা তারিখ অর্থাৎ প্রথম দিন উৎরানি বলে পরিচিত উৎসবমুখর মানুষের কাছে। নদীয়া শান্তিপুর হরিপুর বাগআঁচড়া অন্তর্গত চরপান পাড়ায় এধরনের মেলা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বহু পূর্ব থেকেই ওই অঞ্চলের বেশ কিছু ভূমিহীন কৃষক জনমজুর খাটে অন্যের জমিতে! চাষআবাদে দক্ষ হলেও, গঙ্গা ভাঙ্গনে চাষের জমি তলিয়ে যাওয়ার পর নিজস্ব জমি না থাকার কারণে গঙ্গার পাড়ে সাধ পূরণ করে শাখআলু চাষের মধ্য দিয়ে। অন্য কিছু চাষ সম্ভব হয়না বালি মাটিতে, তবে সাদা ধবধবে এই ফসল উৎপাদনে এ মাটি নিরাশ করে না কৃষকদের।

তবে ক্রমাগত গঙ্গা ভাঙনে কমেছে চাষের জমি, অন্যদিকে করোনার পরিস্থিতিতে মেলায় আগত লোক সংখ্যা কম হবে বুঝে অনেক কৃষকই এবছর আসেননি। তবে বিক্রির দাম যথেষ্ট পেয়েছেন বলেই জানান তারা । ভূমিহীন ওই কৃষকরা সারাবছর অন্যের জমিতে জন্মদিনের উপার্জিত অর্থ লেগে যায় সংসার খরচে, তাই মেয়ের বিয়ে, গৃহ নির্মাণের মতো নানান গুরুত্বপূর্ণ কাজে সঞ্চয় এর উদ্দেশ্যে নগদঅর্থ যোগান পান এই শাখআলুর মেলা থেকেই। এ দিনে শহর ও বিভিন্ন গ্রাম থেকে ফাঁকা আমবাগান, বালির চর, খোলা মাঠে, চড়ুইভাতি করতে ছুটে আসেন অনেকেই।

Leave a Reply