খুঁটি পুজোর মধ্য দিয়ে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু করে দিল পঁচেট ডি লাইট ক্লাব

Social

সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুরে পঁচেট ডি লাইট ক্লাবের সরস্বতী পুজোর থিমের মন্ডপ, প্রতিমা ও আলোক সজ্জা দেখার জন্য অপেক্ষায় থাকে জেলা সহ রাজ্যর অন্যান্য জেলার মানুষ। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পঁচেট ডি লাইট ক্লাবের ১৫তম সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু করে দিল। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত পুজোকে ঘিরে থাকছে নানান সাংস্কৃতিক ক্রিড়া প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ , দু:স্থ ছাত্রছাত্রীদের বই প্রদান, নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা সহ নানান কর্মসূচি। প্রতিবছর ১৫-১৬ লক্ষ্য টাকা খরচ করে দর্শনার্থীদের জন্য সুন্দর থিমের মন্ডপ , প্রতিমা , আলোক সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার হিসেবে তুলে ধরতো ঐ ক্লাব। কিন্তু বর্তমানে সময়ে সকলেই কোভিড নিয়ে চিন্তিত। তাই বর্তমান সময়ে সরকারি গাইড লাইন মেনে পুজোর বাজেট কমিয়ে মানুষের এর পাশে দাঁড়ানো, কোভিড থেকে মানুষকে সচেতন করতে নানাবিধ প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। মাক্স বিলি থেকে এলাকায় সারাক্ষণ সেনিটাইজ করা এবং দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা ও মন্ডপ দর্শনের ব্যবস্থা করে হবে। প্রতি বছর জেলার সেরা সেরা স্থান অধিকার ঐ ক্লাবের থিমের মন্ডপ দর্শনার্থীদের মন কাড়ে। এবছর ও তারা দর্শনার্থীদের জন্য থিমের মন্ডপ তুলে ধরবেন। এবছর তাদের থিম রয়েছে স্বর্গোদ্যান। ও নদীয়ার শিল্পিদের দ্বারা তৈরি মাটির প্রতিমা।

এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক প্রদীপ কুমার দাস, সহ সম্পাদক দেবব্রত দাস, সভাপতি চঞ্চল পন্ডা , কার্যকরি সভাপতি অমিত কুমার মান্না, ক্লাবের কালচারাল সেক্রেটারি উমানাথ পন্ডা সহ অন্যান্যরা

Leave a Reply