বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির-‌সহ সাংস্কৃতিক অনুষ্ঠান

Social

দেবু সিংহ: মালদাজেলার পাউল প্রাথমিক বিদ্যালয় ও পাউল জুনিয়র হাই ‌স্কুলের যৌথ উদ্যোগে রক্তদান শিবির-‌সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল।

বামনগোলা ব্লকের পাউল প্রাথমিক বিদ্যালয়ের ৭০ তম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন। অনুষ্ঠানের পাশাপাশি চলে বিভিন্ন প্রকার শিক্ষামূলক প্রতিযোগিতাও। সোমবার স্কুল প্রাঙ্গণের মধ্যেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

সহযোগিতায় ছিল ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা শাখা ও পাকুয়াহাট সমবেত প্রয়াস। ৭ জন মহিলা সহ ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদাতাদের এদিন একটি করে গাছ উপহার হিসেবে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও সঞ্জিত মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার, পাউল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তেন্দু রায়, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, বরুণ কুমার সরকার সম্পাদক পাকুয়াহাট সমবেত প্রয়াস-‌এর সম্পাদক বরুণকুমার সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পাউল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অপন রায়।

Leave a Reply