সোশ্যাল বার্তা : স্বামীজির ১৫৯ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধাড়ার স্বপ্নের তাজপুর হাই স্কুল প্রাঙ্গণে যুগাচার্য্য স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন ঘটানো হয়। করোনা পরিস্থিতির কারনে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের না নিয়ে সরকারি নির্ধারিত ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষাকা ও শুভানুধ্যায়ীদিয়ে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামীজীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী বিশেষনন্দজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, স্কুলের প্রধান শিক্ষক ভরতচন্দ্র কর সহ স্কুলের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
এদিন স্বামীজী সমন্ধ্যে আলোকপাত ও ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি এদিন স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষে মহিষাদলের গুড়িয়া পরিবারের পক্ষ থেকে জন্মদিন পালনের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়। হলদিয়া নেত্রালয়ের চিকিৎসকরা উপস্থিত হয়ে চক্ষু ,দন্ত,ইসিজি ও ব্লাডসুগার পরীক্ষার ব্যবস্থা করা হয়। বিনামূল্যে ঔষধ প্রদানও করা হয়। এলাকার প্রায় ২৫০ জন শিবির থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহন করেন। এলাকার অধিকাংশ পরিবার দারিদ্র সীমার মধ্যে বসবাস করে থাকেন তাদের কথা ভেবেই মহিষাদলের গুড়িয়া পরিবারের এই উদ্যোগ।