মহামানব স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণে “বন্ধু”

Social

মলয় দে নদীয়া:- গত দু’বছর আগে এমনই এক দিনেমহামানব স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতেই শান্তিপুরের কিছু যুবক মানবিকতার তাগিদে তৈরি করেছিলো সামাজিক সংস্থা “বন্ধু”।

মূলত সারা বছর ধরে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের উপর বিশেষভাবে নজর দেওয়া , তাদের শিক্ষা এবং সংস্কৃতিপ্রবন করে তোলাই মূল উদ্দেশ্য।

গতকাল সংস্থাাটির তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এই উদ্দেশ্যে সকালে ফুটবল খেলা, পুরুষ মহিলা পৃথকভাবে ৪০০ এবং ৮০০ মিটার দৌড়,বয়স্কদের জন্য চক্ষু পরীক্ষা শিবির, প্রান্তিক মানুষদের শীতবস্ত্র প্রদান, শিশু খেলোয়াড়দের জার্সি, খেলার সামগ্রী প্রদানের মতো নানা উদ্যোগ নিয়েছেন।

Leave a Reply