স্বাধীনতা দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন দের এবং যোগা অনুশীলনের বার্তা নিয়ে “অনন্ত” র শোভাযাত্রা

Social

মলয় দে, নদীয়া:- নদীয়া শান্তিপুর গোবিন্দপুর অঞ্চলের একদল স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের সমাজসেবার চিন্তাভাবনায় গড়ে উঠেছিলো “শান্তিপুর অনন্ত” ।

৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে  প্রস্তুতি চলছিল গতকাল থেকেই‌‌। শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে আলপনা অংকন দিয়ে শুরু হয়েছিলো। আজ সকাল থেকেই শান্তিপুরের বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কিছু মানুষকে ঘরের কোণ থেকে বের করে ট্রাইসাইকেল হুইলচেয়ারে বেলুন তেরঙ্গা পতাকা বেঁধে তাদের সামিল করেছিল শান্তিপুরের রাজপথে। স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে তাদের মধ্যেও দেখা গেল খুশির হাসি।

ওম যোগা সেন্টারের ছাত্র-ছাত্রীদের আহবান করেছিল পথচলতি সাধারণ মানুষকে শরীর চর্চায় অনুপ্রাণিত করার উদ্দেশ্যে। তাদের সকল সদস্য সদস্যা ব্যস্ত ছিলো চারাগাছ মাস্ক এবং লজেন্স বিতরণে। পেটের তাগিদে কাজ করতে যাওয়া পথচলতি উদাসীন অথবা অভাবী বেশ কিছু মানুষকে সচেতনতা ফেরালো আজকের দিনেও। আগামী এক বছরের বিভিন্ন জনহিতকর কর্মসূচিতে প্রতিজ্ঞাবদ্ধ হলো নিজেরা।

Leave a Reply