গ্যাস ডেলিভারি দিতে যাওয়ার পথেই কারচুপি! নিজেরটা দেখে নিচ্ছেন তো ?

Social

মলয় দে, নদীয়া:- এবার রান্নার গ্যাস সংক্রান্ত বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠলো । নদীয়া জেলার শান্তিপুর শহর অন্তর্গত যদুনাথ কাঁসারী লেন অর্থাৎ কাঁসারী পাড়া অঞ্চলের বাসিন্দা এবং পেশায় শিক্ষক সিদ্ধার্থ বিশ্বাস বেশ কয়েক মাস যাবৎ বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারে প্রাপ্ত গ্যাসের তুলনায় পরিমাণে গ্যাসের সরবরাহ কম আসার বিষয়টি নিরীক্ষণ করেছিলেন । কারণ বাড়িতে স্বল্প পরিমাণে গ্যাস ব্যাবহার করার পরেও খুব কম সময়ের মধ্যেই সিলিন্ডারের গ্যাস নিঃশেষ হয়ে যাচ্ছিল । কিন্তু গতকাল ৮ ই জানুয়ারী শুক্রবার মধ্যাহ্ণে বিষয়টি হাতেনাতে ধরা পড়লো এবং এলাকাবাসীর দৃষ্টিগোচর হলো ।

সাধারণভাবে একটি গ্যাসের সিলিন্ডারের ওজন থাকে ১৬ কেজি , অপর দিকে ওই সিলিন্ডারে গ্যাসের পরিমাণ থাকে ১৪ কেজি ; স্বভাবতই দুটির সম্মিলিত ওজন হওয়া উচিত ৩০ কেজি । কিন্তু আজ জনসমক্ষে গ্যাসের ওজন মাপতেই জালিয়াতির বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়েছে বলেই জানান প্রত্যক্ষদর্শীরা । তবে উক্ত এলাকায় যাদের বাড়িতেই গ্যাস সিলিন্ডার পৌঁছেছে , প্রত্যেকেই সিলিন্ডার ওজন করার পরে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলেই এলাকা সূত্রে খবর পাওয়া যাচ্ছে । অর্থাৎ রান্নার গ্যাস সংক্রান্ত বিষয়ে চলছে এই ধরনের কারচুপি ।

বিশেষ সূত্রে খবর এই ঘটনায় অভিযুক্ত সোনা দাস নামে একজন ব্যাক্তি যিনি শান্তিপুর বেরপাড়া অঞ্চলের বাসিন্দা এবং শান্তিপুর যদুনাথ কাঁসারী লেনে বর্তমানে গ্যাস সরবরাহ করেন । এমনকি শান্তিপুর দত্ত পাড়ার বিশ্বাস গ্যাস অফিসের সাথে তিনি দীর্ঘ কুড়ি বছরের অধিক সময় ধরে যুক্ত বলেই বিশ্বাস অফিস সূত্রে খবর মিলেছে । তবে সোনা দাসের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ এর আগেও পাওয়া গেছে । সচেতন করেছিলেন বিশ্বাস গ্যাস অফিসের মালিক কিন্তু পুনরায় জালিয়াতির কার্যে লিপ্ত হবার জন্য বিশ্বাস গ্যাস অফিসের মালিক তাকে কাজ থেকে ছাঁটাই করবে বলে বিশ্বাস গ্যাস অফিস সূত্রে খবর পাওয়া গেছে ।

Leave a Reply