মলয় দে, নদীয়া :- অনুষ্ঠিত হলো নবম দোল , যেটা কৃত্তিবাসের দোল হিসাবে পরিচিত । নদীয়ার ফুলিয়ার অন্তর্গত কৃত্তিবাসের নামে নামাঙ্কিত বিদ্যালয় সংলগ্ন অঞ্চলে এই নবমী তিথি ধরে এই অঞ্চলে সুপ্রাচীন কাল ধরেই দোল উৎসব এবং পার্শ্ববর্তি অঞ্চলগুলোতে গোপাল পুজো হবার রীতি বিরাজমান । বর্তমানে এই ধর্মীয় স্থানটি নামাচার্য্য হরিদাস ঠাকুরের পাঠ এবং উক্ত স্থানে চৈতন্য দেবও আসতেন বলেই সূত্রের খবর ।
এই বিশেষ তিথিতে নাম কীর্ত্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , তাছাড়াও মধ্যাহ্নে প্রসাদ বিতরণ থেকে শুরু করে এই অঞ্চল জুড়ে একটি সুবিশাল মেলা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় । মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ঘটে । গড়ে ওঠে বৈচিত্রের মধ্যে ঐক্য ও বিভেদের মধ্যে মিলন । এই কৃত্তিবাসের মেলা যেন পরিণত হয় সমাজের সর্বস্তরের মানুষের মিলন ক্ষেত্রে ।
সাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্রে এবং চৈতন্য মহাপ্রভু র , কবি কৃত্তিবাসের পদ ধুলি ধন্য স্থান হয়ে ওঠে সমাজের সর্বস্তরের মানুষের এক মিলন ক্ষেত্র । তবে বিশেষ সূত্রে জানা গেলো এই বিদ্যালয় সংলগ্ন মাঠের মেলাটি থাকে একদিন অন্যদিকে ভিতরে কৃত্তিবাসের প্রাঙ্গণে মেলা থাকে প্রায় সাত দিন ।