নদীয়ায় শুরু কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল রান

Social

মলয় দে নদীয়া:-দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বব্রহ্মাণ্ড লন্ডভন্ড করা স্বার্থপর দৈত্যর মারণাস্ত্র ভ্যাকসিন দেওয়ার প্রাথমিক পদক্ষেপ “ড্রাই রান” গতকাল নদীয়া জেলায় শুরু হলো। প্রাথমিকভাবে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল, বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল এবং কৃষ্ণনগর সদর হাসপাতালে প্রতিষেধক দেওয়ার আগে এবং পরের কিছু কাজের মহড়া চলে গতকাল, যার ডাক্তারি নাম “ড্রাই রান”। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় জেলায় মোট ৫৭টি টিকা সংরক্ষণ কেন্দ্রের প্রতিষেধক সরবরাহ হবে আগামীতে। তবে আমজনতার আগে জেলার প্রায় ৩৫০০০ স্বাস্থ্যকর্মী এই সুযোগ পাবে। তবে এই মুহূর্তে ভ্যাকসিন পেলে সাধারণ মানুষ খুব খুশি হবে বলে জানায় নাগরিক সমাজের মানুষজন।

Leave a Reply