দ্রুত সেরে উঠুন’, অভিষেকের চোখের ছবি নিয়ে আরোগ্য কামনায় পুজো 

Social

মদন মাইতি, পটাশপুর:চোখের চিকিৎসা করাতে আমেরিকায় গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিন আগেই ফেসবুকে পোস্ট করে এ কথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তাঁর দ্রুত আরোগ্য কামানাও করেন। সেই সঙ্গে অভিষেকের চোখের বর্তমান অবস্থার কথা জানাতে একটি ছবিও পোস্ট করেন তিনি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের ছবি গলায় ঝুলিয়ে মন্দিরে পুজো দিল এবং মাজারে চাদর চড়ালো পটাশপুর ২ নং যুব তৃণমূলের কর্মীরা।

মঙ্গলবার পটাশপুর ২ নং ব্লকের প্রতাপদীঘি বাজারে কালী মন্দিরে এই পূজ্জার্চনা এবং মাজারে চাদর চড়ানোর আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নম্বর ব্লক তৃনমূলের সহ সভাপতি মানস রায়, পটাশপুর ২ ব্লক তৃণমূল যুব তৃনমূলের সভাপতি সুরজিৎ মাইতি , খাড় অঞ্চল যুব তৃণমূল সভাপতি সঞ্জয় প্রধান সহ অন্যান্যরা নেতৃত্বরা। এখানে সকলে মিলে অভিষেকের দ্রুত আরোগ্যও কামনা করেন।

পটাশপুর ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ মাইতি বলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় সদ্য বিদেশ থেকে তার চোখের অপারেশন করে ফিরেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে আমরা এই পুজো এবং মাজারে চাদর চড়ানোর আয়োজন করেছি। তাঁর চোখের ছবি আমরা আমরা গলায় ঝুলিয়ে আজকে এই পুজোর আয়োজন করেছি। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ওনার চোখ দ্রুত সেরে উঠুক।”

প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদের একটি কর্মিসভা থেকে কলকাতায় ফিরছিলেন অভিষেক। সূত্রের খবর, সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসে একটি দুধের গাড়িতে ধাক্কা মেরে উলটে গিয়েছিল অভিষেকের গাড়ি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনাতে গুরুতর আঘাত লাগে অভিষেকের চোখে। তাঁর বাঁ চোখের হাড়ও ভেঙে যায়। তারপর থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও গিয়েছিলেন অভিষেক। অস্ত্রোপচারও হয়। যদিও সমস্যার পুরোপুরি নিরাময় না হওয়াতেই ফের তিনি আমেরিকায় চিকিৎসার উদ্দেশ্যে যান। বুধবার তাঁর একটি অস্ত্রোপচার হয় বলে জানা যায়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন বলে জানা যাচ্ছে।

Leave a Reply