সম্পন্ন হলো ভগবানপুর উৎসব ও ডঃ বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলা

Social

সোশ্যাল বার্তা : দীর্ঘ বারোদিন ধরে চলে আসা ২৮ তম ভগবানপুর উৎসব ও ডঃ বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলা বাড়ল আরও একদিন। গত বছরের ২৪ শে ডিসেম্বর মেলার উদ্বোধন হয়েছিল ২১ সালের ৬ জানুয়ারি পর্যন্ত মেলা চলে। মঙ্গলবার ভগবানপুর মেলায় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে ভগবানপুরের বিধায়ক তথা হলদিয়া ডেভলবমেন্ট অথারিটির নবনিযুক্ত চেয়ারম্যান অর্ধেন্দুশেখর মাইতি বলেন হলদিয়ার উন্নয়নের সাথে ভগবানপুর ১ ব্লককে এইচ ডি এ এর মধ্যে এনে ভগবানপুরের উন্নয়ন আরও সুদৃঢ় করব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি, ভগবানপুর ১ ব্লক সভাপতি প্রনব মাইতি, মেলা কমিটির সম্পাদক মদনমোহন পাত্র ও উমাশংকর মাইতি, ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা মণ্ডল, কমিটির সভাপতি সাধন দাস, ফায়ারব্রিগেডের আধিকারিক সহ একাধিক আমন্ত্রিত ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়।

মেলায় কয়েকদিন ধরে ক্যুইজ সহ বেশকিছু ইভেন্টের প্রতিযোগিতা হয়েছিল তাঁরই পুরস্কার বিতরণে এসে অর্ধেন্দুশেখর মাইতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এমনকি তিনি মেলার শ্রীবৃদ্ধি কামনা করে আগামীদিনে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply