নদীয়ার এই বিদ্যালয়ে পালিত হচ্ছে প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্মদিন

Social

সোশ্যাল বার্তা : জন্মদিন সে তো আনন্দের। শিশুমনে তার প্রভাব অন্য রকম স্বপ্নের জগতে দোলা দেয় কিন্তু গ্রামবাংলার দরিদ্র পরিবারে যেখানে দুবেলা দুমুঠো অন্নের যোগান নিজেদের কালগ্রাম ছুটে যায় সেখানে পরিবারের শিশুদের জন্মদিন পালন নিছক একটা অকল্পনীয় বিষয়। শিশুমনে এই জন্মদিনের এক অভিনব আনন্দ দিতে নদীয়া জেলার সদর -৪ নম্বর চক্রের অন্তর্গত পোড়াগাছা জুনিয়ার বেসিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাগণ শুরু করেছে প্রত্যেক শিশুর জন্মদিন পালন।

প্রতি মাসে সেই মাসের ভিত্তিতে যতগুলো শিশুর জন্মদিন আছে মাসের শেষে শনিবারের পালন করা হচ্ছে জন্মদিন । থাকছে জন্মদিনে বেলুন সহযোগে সাজানো ঘর, জন্মদিনের কেক, শিশুদের মাথার টুপি, মোমবাতি,সব মিলিয়ে এক অভিনব আনন্দের সমহার।

এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মলয় দাস বলেন, “আমাদের বিদ্যালয়ের এই জন্মদিনের কর্মসূচিটি আমরা শিক্ষক-শিক্ষিকা মিলে শুরু করেছি। গ্রামবাংলার পিছিয়ে পড়া অনেক শিশু এই জন্মদিনের সম্পর্কে অনুভূতি থেকে তারা বঞ্চিত থাকে এবং জন্মদিনের আনন্দকে সকলের মধ্যে বণ্টিত করে বিশেষ অনুভূতি পেতেই আমাদের এই আয়োজন।”

বিদ্যালয়ের এই ভূমিকায় খুশি অভিভাবক-অভিভাবকবৃন্দ।

Leave a Reply