মলয় দে নদীয়া:- বাংলাদেশের বরিশালে চ্যাটার্জী বাড়ির পুজো সূচনা হয় ।কথিত আছে চ্যাটার্জি বাড়ির পুজোর কয়েক দিন আগে মৃৎ শিল্পীরা ঠাকুর রং করছিলেন রং করতে করতে রাত গভীর হয়ে যায় মৃৎ শিল্পীরা ক্লান্ত হয়ে পড়ে রাতের অন্ধকারে হলুদ রঙের পরিবর্তে নীল রং দিয়ে ফেলেন সেটা তারা উপলব্ধি করেন সকালে ঘুম থেকে উঠে সর্বনাশ হয়ে গিয়েছে ভেবে মৃৎ শিল্পীরা ভেঙে পড়েন কি হবে জমিদার বাবু দেখে তিনি কি করবেন ভেবে পান না রং তুলে রং করলে পুজো হবেনা রাতে জমিদার স্বপ্নদেশ পান দেবীর এই নীল রঙে পুজো করতে সেই থেকে শুরু এরপর বাংলাদেশ থেকে কৃষ্ণনগরে চলে আসেন সেখান এই নীল দুর্গা পুজো হয়ে আসছে ।এই বছর করোনা সংক্রমণের জন্য সমস্ত সরকারী নিয়ম মেনে পুজো হচ্ছে ।