সর্ষের ভালো ফলনের আশায় বুক বাঁধছেন বামনগোলার চাষিরা

News

দেবু সিংহ,মালদা: লক ডাউন চলাকালীন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। তবে সর্ষে চাষের মধ্য দিয়ে আশার আলো দেখছেন চাষিরা। সাধারণত সর্ষের ওপর দাঁড়িয়ে মালদা জেলার বামনগোলা ব্লকের চাষিরা। এবার গোটা ব্লক জুড়ে জমি ভরে গেছে সর্ষেতে। চোখ জুড়িয়ে যাচ্ছে চাষিদের। এবার ফলন ভাল হবে বলে জানিয়েছেন তাঁরা। গত বর্ষায় অনেকের কৃষি জমি ভেসে যায় বন্যায়। যদিও একটু দেরিতে জল নামলেও এখন সেই জায়গায় সর্ষের ফল তাক লাগিয়ে দিয়েছে। চাষিদের আশা, যে হারে সর্ষের ফলন  বামনগোলা ব্লকে, তাতে সর্ষের তেলের দাম কমতে পারে। এদিকে খেতভরা সর্ষেফুল যেমন মৌমাছিকে আকর্ষণ করছে, একই রকমভাবে টানছে সৌন্দর্যপিপাসু মানুষকেও। খেতের পাশে চলছে পিকনিক। সর্ষের খেতের মধ্যে দাঁড়িয়ে চলছে সেলফি, ফটো তোলাও।

Leave a Reply