মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া গ্রামে মিলন ঘোষ , পেশায় টোটো চালক। প্রতিদিনই গাড়ির সামনে লাগানো বিশ্বকর্মা, তারা মা, এবং দিদির ছবিতে ধুপ ধুনো পুজো দিয়ে তবেই নিয়মিত ভাড়ায় বের হন তিনি। দিদি অর্থাৎ মমতাদি ! ১৯৯৮ সালের পর থেকে, সিঙ্গুর, নন্দীগ্রাম, রাইটার্স বহু আন্দোলনের সহযোদ্ধা। টোটোর যাত্রীদের, মগজ ধোলাইয়ের কাজ করেন, যাত্রাপথে গল্পের ছলেই। এ নিয়ে বাকবিতন্ডাও কম হয় না, আগে রেডিও-টিভিতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত মমতাদির খোঁজ খবর রাখে সে! তাই এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি হোক বা দলীয় নেতৃত্ব কারোর থেকে কম বোঝেনা সে! এমনকি গুরুত্বপূর্ণ মিটিং-এ ডাক না পেলেও, তৃণমূল সমর্থকদের বিনা ভাড়ায় পৌঁছে দিয়ে, অপেক্ষায় থাকেন বাইরে। ভোটের সময় বা কোনো গুরুত্বপূর্ণ সভা সমিতির প্রচারে,টোটো ভাড়া পান আর নাই পান, গাড়িতে তৃণমূলের ঝাণ্ডা লাগিয়ে, মাইক্রোফোনে সাধারণের উদ্দেশ্যে সরকারের বা তার দিদির বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল আওড়াতে দেখা যায় টোটো চালাতে চালাতেই।
আজ তার দিদির জন্মদিন! সকাল ন’টা নাগাদ, অন্যান্য দেবদেবীর সাথে দিদির ছবিতে ধুপ ধুনো দিয়ে পূজো সেরে অন্য আর পাঁচটা দিনের মতো আজও বেরিয়েছেন টোটো নিয়ে, তবে আজ ভাড়া লাগবে না যাত্রীদের, তবে হ্যাঁ , মুখ্যমন্ত্রীর গুনোগান কান পেতে শুনতে হবে যাত্রীদের। তার কথায় প্রশ্ন থাকতেই পারে, তবে বিরোধীতা করলে, দেখতে হবে অন্য টোটো। পথচলতি শিশুরা লজেন্স পাবে যদি, মুখ্যমন্ত্রীর নাম বলতে পারে কেউ! আর যদি নাও বলতে পারে, ক্ষতি নেই শিখিয়ে দেবে টোটো কাকু মিলন ঘোষ।
মিলন ঘোষের মা, স্ত্রী এবং সন্তান অবশ্য এ ধরনের পাগলামীর ফলে হারিয়েছেন অনেক কিছু। বিরোধীদের চক্রান্তে বাড়িতে বোমপড়া, টোটো ভাঙচুর, এমনকি হাজতবাস করতেও হয়েছে বেশ কয়েকবার! দলের বিভিন্ন মিটিং মিছিল এবং চায়ের দোকান, টোটো যাত্রীদের বাকবিতন্ডায় কেটে যায় সারাদিন, উপযুক্ত অর্থ উপার্জন না করতে পারার তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন পরিবারের সদস্যরা।
তবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে, যারা বিভিন্ন দলের পদ বা জনপ্রতিনিধিত্বর দলীয় টিকিট প্রাপ্তরা সাফল্যের শিরোনামে থাকলেও, সোশ্যাল মিডিয়ায় একখানি পোস্ট বাদে বিশেষ কোনো আয়োজন করেননি তার এলাকায়! এমনকি অনেকে জানেনই না! তবে শুধু শান্তিপুরের বাগআঁচড়ার মিলন ঘোষই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে এইরকম অন্ধবিশ্বাসী সমর্থকের ফলেই বোধহয় আজও প্রবল ঝড়েও উড়ছে তৃণমূলের পতাকা!