সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির অন্যতম টুরিস্ট স্পট হিজলীতে আগত মানুষজনদের পরিবেশ বিষয়ক সচেতনতা দিলো স্বেচ্ছাসেবী সংস্থা উজান ওয়েলফেয়ার ট্রাস্ট l পিকনিকে আসা মানুষজন যারা থার্মোকল, প্লাস্টিকের থালা বাটি নিয়ে এসেছেন সেগুলো তাঁদের থেকে নিয়ে সংস্থার তরফে তাদেরকে শালপাতা তুলে দেওয়া হয়, সেই সাথে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদেরকে অবহিত করা, কাঁথি থেকে পিকনিক করতে এসে দিব্যেন্দু চক্রবর্তী সংস্থার এমন উদোগকে সাধুবাদ জানিয়েছেন।
তিনি বলেন এরপরে তিনি সচেষ্ট হবেন যাতে প্লাস্টিক প্রাত্যহিক জীবনে না ব্যবহার করা হয় । সংস্থার তরফে সম্পাদক প্রতীক দাস জানান সারাবছরে “আমরা বিভিন্ন সময়ে পরিবেশ বিষয়ক আলোচনা, প্লাস্টিক সাফাই অভিযান করে থাকি আজ সেই কর্মসূচির অংশ হিসেবে হিজলী তে সদস্যরা শালপাতা বিতরণ ও সতর্কীকরণ কর্মসূচি তে অংশগ্রহণ করে “।