ইচ্ছা পূরণ ! নিজের হাতে ড্রোন বানিয়ে তাক লাগালো দুই কিশোর

Social

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ সারা দেশ জুড়ে যখন করোনা পরিস্থিতির কারনে বিদ্যালয় বন্ধ আর সে কারণে বাড়িতে বসে বেশিরভাগ খুঁদে কিশোরেরা যখন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা,মোবাইল গেম ও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সময় অতিবাহিত করেছে, ঠিক একই সময়কে কাজে লাগিয়ে আস্ত অত্যাধুনিক ড্রোন বানিয়ে এলাকায় শোরগোল ফেলে দিয়েছে বুনিয়াদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোহম হালদার ও নয়ন ঘোষ।

শুধুমাত্র অদম্য ইচ্ছাতেই আস্ত ড্রোন বানিয়ে তাক লাগালো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বংশীহারী হাইস্কুলের দুই খুদে কিশোর।

জানা যায় সোহম বংশীহারী হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র,পাশাপাশি নয়ন ঘোষ একাদশ শ্রেণির ছাত্র। এখন প্রত্যেকদিনই সোহম ও নয়নের ড্রোন প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছে এলাকার আবালবৃদ্ধবনিতা।
ড্রোন তৈরির বিষয়ে সোহম হালদার জানায়”ভবিষ্যতের ব্যস্ত পৃথিবীতে ট্রাফিক জ্যাম টপকে মুহূর্ষ রোগীকে জীবনদায়ী ঔষধ ও রক্ত পৌঁছে দেওয়ার কাজেই তার ড্রোন ব্যবহার করতে চায় সে।
পাশাপাশি, খুদে ছাত্রের অভূতপূর্ব সাফল্যে খুশি বংশীহারী উচ্চ বিদ্যালয়ের সকাল শিক্ষক শিক্ষিকারাও।

এ প্রসঙ্গে বংশীহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কানাই দত্ত জানান “খুদে কিশোরদের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আশা করবো তারা গবেষণামূলক কাজ ভবিষ্যতেও চালু রাখবে এবং বিদ্যালয় ও দেশের নাম উজ্জ্বল করবে”।

বংশীহারী উচ্চ বিদ্যালয় দুই কিশোরের অভূতপূর্ব সাফল্যে বুনিয়াদপুরের বাসিন্দা সহ জেলা বাসিরা গর্বিত তার পাশাপাশি দুই কিশোরের এমন আবিস্কারক চিন্তা ধারাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Reply