বুলবুল ঝড়ে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকেরা ফিরল টেকনাফ

Social

নিউজ সোশ্যাল বার্তা , ১১ই নভেম্বর ২০১৯: বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র কক্সবাজার সন্নিকটস্থ সেন্টমার্টিন বা প্রবাল দ্বীপ । শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশ থেকে ভ্রমণ প্রিয় মানুষ আসেন এখানে সময় কাটাতে । কিন্তু প্রকৃতি এবার বাদ সেধেছে ! ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে আটকে ছিলেন পর্যটকেরা । আবহাওয়া ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের তদারকিতে ফিরে এসেছেন পর্যটকেরা । নিরাপদে ফিরে আসা পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ।

আজ দুপুর ২টো নাগাদ সেন্টমার্টিন বা প্রবাল দ্বীপে অবস্থানকারী পর্যটকেরা কেয়ারী ক্রুজ এন্ড ডাইং, এমভি ফারহান এবং এলসিটি কুতুবদিয়ায় করে রওনা দেয় ও দমদমিয়া জাহাজ ঘাটে প্রায় ১২০০ পর্যটক নিয়ে ৪টে নাগাদ ফিরে আসেন।

টেকনাফ উপজেলার কর্মকর্তারা জাহাজ ঘাটে উপস্থিত হয়ে ফিরে আশা সমস্ত পর্যটকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পর্যটকেরাও সরকারের এই ভূমিকাকে প্রশংসা করেন ও প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বুলবুলের আতঙ্ক তাদের মনে থাকলেও টেকনাফে ফিরতে পেরে তারা খুব খুশি । ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের জাহাজে করে নিরাপদে ফেরত আনা হয়েছে।