দেশজুড়ে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

Social

নিউজ সোশ্যাল বার্তা ,১০ই নভেম্বর ২০১৯: আজ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করলেন ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ । মুহাম্মদ (সা.) পৃথিবীতে প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করে।

আরবের মরুপ্রান্তরে ১ হাজার ৪৪৯ বছর আগের এই দিনে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মহম্মদ (সা.)। মা ছিলেন আমিনা । ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন মহানবী। বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি। মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করেন। ৬৩ বছর বয়সে তিনি মারা যান ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ দেশের বিভিন্ন মসজিদে মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুরের “খাজা গরীব নামাজ” উন্নয়ন কমিটির পক্ষ থেকে তালপুকুর বস্তি সহ বিভিন্ন এলাকাতে  মহাসমারোহে এই দিনটি পালন করা হলো। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক মাননীয় শীলভদ্র দত্ত, মহম্মদ লালা, সাহেব আলী, মোঃ আজাদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

এলাকার জনসাধারণ ও ছোট ছোট বাচ্চাদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সবার জন্য জলযোগের ব্যবস্থা করে “গরিব নামাজ কমিটি”র সদস্যবৃন্দ।এছাড়াও বিভিন্ন জায়গা নদীয়ার বামন পুকুর,খেজুরি, পলাশী, মালদার ইংলিশ বাজার সহ সাদেক এলাকায় দিনটি  পালন করা হচ্ছে মহাসমারোহে ।