রায়গঞ্জঃ বয়সের খাতায় কলমে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় এতদিন ইচ্ছা থাকলেও রক্তদান করতে পারেনি চোপড়ার দাসপাড়ার কালীগঞ্জের একদল যুবক। এবার আঠারোতে পা দিয়েই সরাসরি রক্তদান করতে চলে এলো ওরা। দিশা ওয়েলফেয়ার সোসাইটি নামে ওই সংস্থার আয়োজনে ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যঙ্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। অনেকেই ছিলেন এখানে প্রথম রক্তদাতা। রক্ত দান করে রীতিমতন গর্বিত তাঁরা।
দিশা ওয়েলফেয়ার সোসাইটি নামে ওই সংস্থার সম্পাদক শাহিদ রেজা জানান, অনেকেই প্রথমবার রক্ত দান করেছে। তাদের একটি নতুন অভিজ্ঞতা। তারা এখন থেকে নিয়মিত রক্তদান করবেন বলেও জানিয়েছেন। মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইলাল আগারওয়াল জানান, দাসপাড়া থেকে এসে ওরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করলো তা সত্যিই খুবই প্রশংসনীয়। এদের দেখে হয়তো আরো অনেকেই অনুপ্রাণিত হয়ে হাসপাতলে রক্তদান করতে আসবে। তাতে রক্ত সংকট অনেকটাই কমবে বলে তিনি জানান।